নাটোরে লালপুরের বিভিন্ন গ্রাম থেকে ১০টি বৈদ্যুতিক মিটার চুরি করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা যোগাযোগের জন্য চিরকুটে মোবাইল নম্বর লিখে রেখে গেছেন। তবে চিরকুটে দেওয়া নম্বরে যোগাযোগ করলে ভুক্তভোগীদের কাছে টাকা দাবি করেছে তারা।
মঙ্গলবার (২৬ মার্চ) ভোরের দিকে উপজেলার চাঁদপুর, কলসনগর, সাতপুকুরিয়া, ভবানীপুর, কালুপাড়া, শালেশ্মর ও বিভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেট ওসমানী বিমানবন্দরে রিয়ালসহ প্রবাসীর ব্যাগ চুরি, আরেক প্রবাসী আটক
এভাবে চুরির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগীরা হলেন- আমিরুল ইসলাম, বাচ্চু বিশ্বাস, আব্দুল লতিফ, সেকান্দার আলী, আব্দুর রহমান, মিজানুর রহমান, মুক্তার আলী, খোয়াজ হাজী ও আমির।
ভুক্তভোগীরা জানান, চুরি হওয়া মিটারের ফাঁকা জায়গায় একটি চিটকুট লিখে রেখে যায় তারা। এতে লেখা ছিল 'এই মিটার নিতে হলে ০১৯৪০-৯৭৪৮৯৭ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে হবে।
ওই মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে মিটারের জন্য ৮ হাজার টাকা বিকাশ করলে মিটার ফেরত দেওয়ার কথা জানায় দুর্বৃত্তরা।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, মিটার চুরির অভিযোগ আসেনি তার কাছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: কুমিল্লায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, মূলহোতাসহ আটক ৫