চুয়াডাঙ্গাচুয়াডাঙ্গার সীমান্তবর্তী মাথাভাঙ্গা নদী থেকে ৬৮টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় এক যুবকের লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নিহত মিরাজ হোসেন (২২) জেলার দর্শনা উপজেলার নস্তিপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে।
লেফটেনেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি-৬ বিশেষ তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দুই চোরাকারবারী বাংলাদেশের প্রায় ২৫ গজ অভ্যন্তরে সীমান্ত পিলারের কাছে সোনাসহ মাথাভাঙ্গা নদী অতিক্রম করলেও একজন চোরাকারবারী পানিতে ডুবে যায় এবং অপর চোরাকারবারি নদী থেকে উঠে বাংলাদেশে পালিয়ে যেতে সক্ষম হয়।
তিনি জানান, বিজিবি-০৬ এর একটি দল নদী থেকে ৬৮টি স্বর্ণের বারসহ লাশটি উদ্ধার করে।
আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।