চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা স্কুলপাড়া থেকে ওএমএস’র ২৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে আবু সামাদ নামে এক ব্যক্তির বাড়ি থেকে এই চাল উদ্ধার করে। এসময় আবু সামাদকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
আটককৃত আবু সামাদ চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা স্কুলপাড়ার মৃত সোনা শেখের ছেলে।
আরও পড়ুনঃ মুষ্ঠির চাল সংগ্রহ নিয়ে গাইবান্ধায় সংঘর্ষে নিহত ১
জানা গেছে ওএমএস’র ডিলার আজাদ আলী ১৯ আগস্ট রাতে উদ্ধার হওয়া চালগুলো তারই আপন চাচাতো ভাই আবু সামাদের বাড়িতে রাখে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ সেখান থেকে ওই চালগুলো উদ্ধার করে। আবু সামাদ বলেন, ‘গতকাল রাতে আমার বাড়িতে চালগুলো রেখে যায় আমার চাচাতো ভাই আজাদ আলী বলে চালগুলো তোমার বাড়িতে রাখ। ৪/৫ দিন পর নিয়ে যাবো।‘
এ ব্যাপারে ওএমএস’র ডিলার আজাদ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, চালগুলো আমার বাড়িতে থাকলেও সেখানে রাখা নিরাপদ না। সে কারণে আমি ২৭ বস্তা চাল আমার চাচাতো ভাই আবু সামাদের বাড়িতে রাখি।
আরও পড়ুনঃ চট্টগ্রামে ব্যবসায়ীর গুদাম থেকে ১৩০০ বস্তা সরকারি চাল উদ্ধার
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার রাতে আব্দুস সামাদের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে সরকারি ওএমএস’র ২৭ বস্তা চাল উদ্ধার করে। এ ঘটনায় আবু সামাদ নামের একজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুনঃ হবিগঞ্জ পাচারের সময় ভিজিডির ৩ হাজার কেজি চাল উদ্ধার, আটক ১
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু সামাদ বলেছে আজাদ আলী তার বাড়িতে চালগুলো রেখে যায়। প্রকৃত ঘটনা আমরা তদন্ত করে দেখছি। সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।