চুয়াডাঙ্গায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক সড়কের ছয়মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্তি মিয়া (৩৭) উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুল মোত্তালিবের ছেলে।
পরিবারের সদস্য এবং পুলিশ জানায়,মঙ্গলবার সকালে শান্তি নিজ মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গার দিকে আসছিলেন। এ সময় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক সড়কের ছয়মাইল নামকস্থানে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শান্তি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) রেফার্ড করেন। বেলা ১১টার দিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় যাওয়ার পথে নড়াচড়া বন্ধ হয়ে যায়। পরে আবারও সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফাতেহ আকরাম বলেন, সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অবস্থার অবনতি হয়। সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,এবিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। নিহতের পরিবারের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরোজগঞ্জ পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এএসআই) ইদ্রিস আলী বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।
আরও পড়ুন: চাঁদপুরে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২