চুয়াডাঙ্গার দামুড়হুদায় পা পিছলে জাম গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির (৪৫) ওই গ্রামের আকবার আলীর ছেলে।
আরও পড়ুন: রাজশাহীতে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু
জানা যায়, এদিন দুপুরে বাড়ির পাশের গাছ থেকে জাম পাড়তে গিয়ে ডাল ভেঙে ৩০ ফুট ওপরে থেকে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে ভর্তি করে, এরপর উন্নত চিকিৎসার জন্য ডাক্তার তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে রাজশাহীতে নেওয়ার পথে নাসিরের মৃত্যু হয়।
কার্পাসডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আ. করিম বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, অসতর্কতাবস্থায় হঠাৎ পা পিছলে মাটিতে পড়ে যায় নাসির। মাটিতে পড়ে তার মাথায় মারাত্মক আঘাত লাগে। পরে তাকে বাড়ির লোকজন দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন তাকে রামেক হাসপাতালে রেফার করেন।
তিনি আরও বলেন, রাজশাহী নেওয়ার পথে সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: কালীগঞ্জে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু