চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার জেলার দামুড়হুদা উপজেলা এবং জয়রামপুরে হাটকালুগঞ্জে পৃথক দুর্ঘটনা দু’টি ঘটে।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের কায়েস আলীর ছেলে রিফাত হোসেন (১৮), দামুড়হুদা উপজেলার দর্শনা থানার আমডাঙ্গা গ্রামের ইমান আলীর ছেলে লাল্টু মিয়া (২২) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার হাটকালুগঞ্জপাড়ার সালাম হোসেনের স্ত্রী তাসমিনা বেগম (৪০)।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, রাত ৮টার দিকে জয়রামপুর কাঁঠালতলা গ্রামে আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। ঘাতক আলমসাধুটি জব্দ করা হলেও চালককে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
এদিকে, সোমবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাটকালুগঞ্জ নতুন মসজিদের সামনে বাস ও আলমসাধুর ধাক্কায় তাসমিনা বেগম নামের এক নারী গুরত্বর আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে সেখানেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুদুর রহমান মাসুদ বলেন, ‘সদর থানাধীন হাটকালুগঞ্জ মোড়ে শাপলা পরিবহনের একটি বাস আলমসাধুকে ধাক্কা দেয়। পরে ওই আলমসাধুর ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক বাস জব্দ ও চালককে আটক করেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।’
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩