চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সামনের সড়কের পাশে গলাকাটা এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে লাশটি পাওয়া যায়।
পুলিশ বলছে এটি হত্যাকাণ্ড। কিন্তু কে বা কারা, কী কারণে এই হত্যা করেছে তা বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
রাউজান উপজেলার পাহাড়তলীর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোকন উদ্দীন জানান, রাউজান-রাঙ্গুনিয়া সীমানার সেলিনা কাদের কলেজের সামনে রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে গেঞ্জি পরিহিত আনুমানিক ৩২-৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবক আহত অবস্থায় পড়েছিল।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে নারীর লাশ উদ্ধার
তিনি আরও জানান, স্থানীয়রা তাকে সিএনজিতে করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে চুয়েট পুলিশ ও রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় এবং কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
প্রতক্ষ্যদর্শীরা জানায় যে নিহত যুবক রক্তাক্ত অবস্থায় ছিল। তার গলায় ছুরিকাঘাত বা লোহার রডের আঘাত রয়েছে। এটা কোনো সড়ক দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড বলে তারা ধারণা করছেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, এটা রাঙ্গুনিয়া থানার ঘটনা। ওই ব্যক্তিকে কেউ হয়তো হত্যা করেছে। চুয়েট গেটে তার লাশ রয়েছে। আমরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি।