যশোরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে প্রাণ হারালেন বাবা-ছেলে। সোমবার (১৬ আগস্ট) সকালে চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামের হাদিউজ্জামানের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন চৌগাছা উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের গিরিন দাসের ছেলে মধু দাস (৫২) ও তার ছেলে সাগর দাস (২৬)।
স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে মধু দাস সিংহঝুলি গ্রামের হাদিউজ্জামানের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে আসেন। সেপটিক ট্যাংকে নামার পর তার আর কোন সাড়া না পাওয়ায় ছেলে সাগর দাসকে খবর দেয়া হয়। খবর পেয়ে সাগর দাসও এসে বাবাকে উদ্ধার করতে সেপটিক ট্যাংকে নামেন। কিছুক্ষণ পর তারও কোনো সাড়া না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
যশোর ফায়ার সার্ভিসের টিম লিডার দেলোয়র হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে বাবা ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়।
সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাস বা অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে তিনি জানান।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।