তিনি বলেন, ‘শিক্ষিত হলে অবশ্যই ভালো হবে, আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় পড়ুয়ারাও এক সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে।’
শনিবার সকালে কুমিল্লা ক্লাব অডিটরিয়ামে ‘স্টার্ট আপ কুমিল্লার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইসিটি ডিভিশনের উদ্যোগে কুমিল্লা ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্টার্ট আপ কুমিল্লার গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার, আইসিটি ডিভিশনের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী, আইসিটি বিভাগের আইডিয়া প্রজেক্টের প্রকল্প পরিচালক সৈয়দ মজিবুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুমিল্লার ৮০ জন শিক্ষার্থী অনুষ্ঠানে নতুন স্টার্ট আপে উদ্যোক্তা হিসেবে অংশ নেন।