সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে নিখোঁজের দুই দিন পর ভেসে উঠেছে পর্যটক ইমরান আহমদের লাশ। শনিবার বেলা আড়াইটার দিকে জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্টে তার লাশ ভেসে উঠে। ঈদের পর দিন ২২ জুলাই বিকেলে এই স্থানেই গোসল করতে গিয়ে পানিতে ডুবে ইমরান নিখোঁজ হন।
আরও পড়ুনঃ জাফলংয়ে পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ
ইমরান টাঙ্গাইলের ঘাটাইল থানার ফুলমালির চালা এলাকার ফরিদ মিয়ার ছেলে এবং ফজরগঞ্জ মাদ্রাসার ২০২১ সালের দাখিল পরীক্ষার্থী।
আরও পড়ুনঃ বিছনাকান্দিতে পানিতে ডুবে ২ কিশোরের মৃত্যু
পুলিশ জানায়, শনিবার দুপুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে বল্লাঘাটস্থ জাফলং পিকনিক সেন্টারে নিয়ে আসে।
নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, নিখোঁজ পর্যটক ইমরান আহমদের লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।