জামালপুরের সদর উপজেলায় স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. হাফিজুর রহমান (৩০) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। রবিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের উপজেলার জয়রামপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত হাফিজুর রহমান নান্দিনা সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের মেষ্টা গ্রামে। তিনি ওই এলাকার কৃষক দুলাল মিয়ার ছেলে।
আরও পড়ুন: মাগুরায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসক হাফিজুর রহমান মোটরসাইকেলে করে জামালপুর শহর থেকে নান্দিনা সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রে তার কর্মস্থলে যাচ্ছিলেন। যাওয়ার পথে জামালপুর-নান্দিনা মহাসড়কের জয়রামপুর এলাকায় পৌঁছালে বালু বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পারিবারিক সূত্র জানায়, ডা. হাফিজ ৪০তম বিসিএসে নিয়োগ পেয়ে ১১ মাস আগে চাকরিতে যোগ দেন। দেড় বছর আগে তিনি সদর উপজেলার হাসিল গ্রামের বিথিকে বিয়ে করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নিয়েছে। তবে ট্রাকচালক পলাতক।