জয়পুরহাটে গত ২৪ ঘন্টায় নতুন করে নারায়নগঞ্জ থেকে আসা একজনকে আইসোলেশনে পাঠানো হয়েছে বলে বুধবার জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেলিম মিঞা।
তিনি আরও জানান, জেলায় নতুন করে আরও ১৩ জনকে হোম কোয়ারেন্টাইনে ও দুজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘন্টায় পরীক্ষার জন্য ৯ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সিভিল সার্জন বলেন, আইসোলেশনে পাঠানো ওই ব্যক্তির বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর পৌর এলাকার কেশবপুরে। ওই ব্যক্তির বাড়িসহ পাশের মোট তিনটি বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন।
উল্লেখ্য, গত ১০ মার্চ থেকে জয়পুরহাট জেলায় মোট ৩৭৯ জনকে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। যাদের মধ্যে এ পর্যন্ত ২৮৯ জন কোয়ারেন্টাইনে শেষ করেছেন।