যশোরের ঝিকরগাছায় ২৪০০ টাকা পাওনা আদায়ের জেরে এক যুবকের বিরুদ্ধে তার বন্ধুকে খুনের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শিওরদাহ গ্রামে একটি নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে।
অভিযুক্ত ইমরান সর্দার (২৩) শিওরদাহ গ্রামের মোহাম্মদ আজিজুর সরদারের ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে ধারের ১০০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন!
নিহত আল আমিন (২৫) বাউশা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আল আমিনের সঙ্গে অভিযুক্ত ইমরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। শনিবার রাত দেড়টার দিকে আল আমিন তার বাড়ির পাশে একটি নির্মাণাধীন বাড়ির দুই তলার ছাদে অবস্থান করছিল।
খবর পেয়ে ইমরান তার পাওনা ২৪০০ টাকা আদায়ের জন্য সেখানে যায়। একপর্যায়ে বাকবিতণ্ডার জেরে রড দিয়ে আল আমিনের মাথায় বাড়ি দিলে সে ছাদের ওপর লুটিয়ে পড়ে। পরে সে দোতলার ছাদ থেকে নিচে পড়ে যায়।
রবিবার সকালে আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ইমরানকে গ্রেপ্তার করেছে।
ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, এ ঘটনায় নিহতের নানা মোসলেম আলী বিশ্বাস বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ আসামিকে আদালতে সোপর্দ করেছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
নাভারণ সার্কেলের সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ান জানান, অভিযুক্ত ইমরান সর্দার ও নিহত আল আমিন একে অপরের বন্ধু ছিল। শনিবার গভীর রাতে পাওনা টাকা আদায়ে কথা কাটাকাটির জেরে ইমরান রড দিয়ে আল আমিনের মাথায় আঘাত করে পালিয়ে যায়।
পরদিন সকালে তাকে হাসপাতালে পাঠালে সেখানে সে মারা যায়। এ ঘটনায় ঘাতক ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হত্যায় ব্যবহৃত রড ও একটি রক্তমাখা জামা জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটে মদ নিয়ে দ্বন্দ্ব, বন্ধুর হাতে বন্ধু খুন
সুনামগঞ্জে লেনদেনের অর্থ নিয়ে কথা কাটাকাটি, বন্ধুর হাতে বন্ধু খুন