ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিএনপি সমর্থিত দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের সময় মোশাররফ হোসেন (৪২) নামে এক বিএনপি কর্মী কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন আরও সাতজন।
মঙ্গলবার (১১ ফেব্রয়ারি) সকালে উপজেলার হাকিমপুর গ্রামের সেতুর উপর এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- হাকিমপুর গ্রামের নাসির উদ্দীন, হানেফ আলী, আব্দুল খালেক, বিলাত আলীর ছেলে আরব আলী, আব্দুল খালেকের ছেলে রবিণ, আব্দুস সোবাহানের ছেলে কাওছার মন্ডল ও তার ভাই আব্দুল আলীমকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নাসির উদ্দীন ও কাওছার আলীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫
স্থানীয় চাঁদপুর ইউনিয়নের মেম্বার আশরাফ উদ্দীন স্বপন জানান, সামাজিক দ্বন্দের জেরে সোমবার রাতে বিএনপির দেলোয়ার হোসেন দলু ও সাঈদ সমর্থকদের মধ্যে মারামারি হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে হাকিমপুর গ্রামের সেতুর উপর দুই পক্ষের সংঘর্ষ বাধে। আহতদের মধ্যে দলু পক্ষের পাঁচজন ও সাঈদ পক্ষের দুইজন রয়েছে।
স্থানীয়রা জানায়, ধর্মীয় অনুষ্ঠানে অতিথি করা নিয়ে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের মধ্যে বিরোধ ছিল। এ ঘটনায় মোশাররফ হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হলে হাসপাতালে তিনি মারা যান।
তিনি বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’
আরও পড়ুন: ফরিদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত, ২৫ বাড়ি ভাঙচুর-লুটপাট