শৈলকুপা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব যৌথ অভিযান চালিয়ে ওষুধের দোকানে দুই লাখ টাকা জরিমানা করেছে।
উপজেলার চড়িয়ার বিল বাজারে সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পচিালক সুচন্দন মন্ডল ও র্যাব-৬ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সোহেল পারভেজ।
অভিযানে সুমনা মেডিকেল স্টোরকে মেয়াদ উত্তীর্ণ, নিষিদ্ধ ও অবৈধভাবে আমদানিকৃত ওষুধ বিক্রয়, মোড়কে আমদানিকারকের নাম, মেয়াদ ও মূল্য উল্লেখ না থাকা, চিকিৎসকের নমুনা ওষুধ বিক্রয় এবং অধিক মূল্যে ওষুধ বিক্রির অপরাধে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
একইসাথে জেলার বিভিন্ন চামড়ার আড়তে অভিযান চালানো হয়।
জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে।