টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা বকুল ও রাসেল নামে দুজন নিহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) সকালে কালিহাতীতে যমুনা সেতুর পূর্বপাড়ে কামাক্ষামোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সিরাজগঞ্জের কাজীপুর থানার বাংগাছ গ্রামের সাইফুল ইসলামের ছেলে বকুল ও একই গ্রামের আয়নাল হকের ছেলে রাসেল।
আরও পড়ুন: বগুড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, রাসেল ও বকুল মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে সিরাজগঞ্জে বাড়িতে ফিরছিলেন। কালিহাতীর কামাক্ষামোড়ে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তারা নিহত হন।’
আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।