টাঙ্গাইলের মধুপুরে গর্তের পানিতে ডুবে তিনশিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৫ টার দিকে উপজেলার ফুলবাগ চালা ইউনিয়নের হাগুড়াকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলো- উপজেলার শোলাকুড়ি দক্ষিণপাড়া গ্রামের আল আমিনের ছেলে সোহান (৭), হাগুড়াকুড়ি গ্রামের মোশারফ হোসেনের ছেলে আকাশ (৫) এবং একই গ্রামের হারুনের ছেলে নাঈম (সাড়ে ৪)।
এ ব্যাপারে ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আলী বলেন, সম্প্রতি ওই এলাকায় একটি বাড়ির তৈরির জন্য মাটি উত্তোলন করা হয়। পরে সেই জায়গায় গর্তের (ছোট পুকর) তৈরি হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে পুকুরে ডুবে দাদি-নাতনির মৃত্যু
বৃষ্টির হলে ওই গর্তে পানি জমে। নিহত তিনজনই ওই বাড়ির পাশেই খেলাধুলা করেছিলো। খেলাধুলা শেষ করে তারা বাড়ির পাশের ওই গর্তে গোসল করতে নামে।
গোসল করার এক পর্যায়ে তারা গর্তের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন তাদেরকে খোঁজাখুজি করেও কোনো সন্ধান পাচ্ছিলো না। প্রথমে এক শিশুর লাশ ভেসে ওঠে। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে অন্য দুইজনের লাশ উদ্ধার করে। নিহতদের মধ্যে সোহান নানীর বাড়িতে বেড়াতে এসেছিলো। এ ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়েছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
আরও পড়ুন: কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু