চুয়াডাঙ্গায় টিউবওয়েলে পানি পান করার সময় পড়ে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলায় মজলিসপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত মরিয়ম খাতুন ঋতু (৮) একই এলাকার বর্গাচাষি হারুনের মেয়ে ও মজলিসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
আরও পড়ুন: বাগেরহাটে ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু
শিশুটির বাবার বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, তিন মেয়ের মধ্যে মরিয়ম ছিল ছোট। তার হার্টের সমস্যা ছিল। টিউবওয়েলে পানি পান করার সময় হঠাৎ মাথাঘুরে পড়ে যায় শিশু মরিয়ম। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গাজীপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহানা আহম্মেদ জানান, পরীক্ষা-নিরীক্ষার পর মরিয়মকে মৃত ঘোষণা করা হয়েছে। তার নাকের উপরে একটি আঘাতের চিহৃ পাওয়া গেছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।