নাটোরের বাগাতিপাড়া উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা রতন কুমার সাহার বিরুদ্ধে করোনার টিকা প্রদানের ব্যয় সংক্রান্ত ১৭ লাখ ৪৯ হাজার টাকার অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।
সংশ্লিষ্টরা জানান, ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদান শুরু না হতেই গত জুনের মধ্যেই ইউনিয়ন পর্যায়ে করোনা টিকা প্রদানের জন্য টিকা পরিবহন,আপ্যায়নসহ খাত ওয়ারি খরচ দেখিয়ে টাকাগুলো উত্তোলন করেন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা রতন কুমার সাহা। এর মধ্যে শুধু আপ্যায়ন ব্যয়ই দেখানো হয়েছে ১০ লাখ টাকা। এ সংক্রান্ত এক অভিযোগের প্রেক্ষিতে গত ২৭ জুলাই নাটোর সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আরশেদ আলীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান।
আরও পড়ুন: একদিনে ২ বার টিকা নিয়ে হাসপাতালে নারী!
গত ৫ আগস্ট প্রতিবেদন প্রদান করে তদন্ত কমিটি। তাতে ১৭ লাখ ৪৯ হাজার টাকার অনিয়ম ধরা পড়ে।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, বাগাতিপাড়ার টিকার টাকা নিয়ে যে অনিয়মের অভিযোগে এসেছে সে বিষয়ে তিন সদস্যের কমিটি গঠন করে বাগাতিপাড়ায় পাঠানো হয়। তারা সেখানে গিয়ে তদন্ত সম্পন্ন করেন এবং তদন্ত কাজ শেষ করে তারা আমাদের কাছে প্রতিবেদন জমা দেন। আমাদের নিয়ম হচ্ছে প্রতিবেদন ঊর্ধ্বতন কৃর্তপক্ষের কাছে পাঠানোর। সেই অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের কাছে পাঠানো হয়েছে। এখন তারা কী পদক্ষেপ নিবেন এটা তাদের বিষয়। তারা কোনো পদক্ষেপ নিলে পরবর্তীতে আমরা আপনাদের জানাতে পারবো।
আরও পড়ুন: ডব্লিউএইচও’র অনুমোদন পেলেই ১২ বছরের বেশি বয়সীদের টিকা শুরু: স্বাস্থ্যমন্ত্রী