টেকনাফ সীমান্তে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে আটকের দাবি করেছে বিজিবি।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৩০মিনিটে সীমান্তের নাজিরপাড়া বিওপি’র আলুগোলা এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ব্যক্তিরা হলেন- মো. তাজুল ইসলাম (৫৩), মো. সৈয়দ হোসেন (৩৫), মো. আবুল কাশেম (৪৫)- এরা সবাই টেকনাফ উপজেলার ছোট হাবিবপাড়া গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: টেকনাফে বিজিবির অভিযানে ৪ লাখ ৩৪ হাজার ইয়াবা জব্দ
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, শুক্রবার আনুমানিক রাত আড়াইটার দিকে পাঁচজন ব্যক্তিকে দু’টি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে আলুগোলা চোরাকাঠি এলাকায় আলী আহমেদের মাছের প্রজেক্টের দিকে যাওয়ার সময় তাদের সন্দেহজনক মনে করে ধাওয়া দিলে দুইজন পালিয়ে যায়। আর তিনজনকে আটক করে বিজিবির টহল দল।
এ সময় তাদের দু’টি প্লাস্টিকের ব্যাগ থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তিনি আরও জানান, পলাতক চোরাকারবারীদেরকে শনাক্ত করতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, আটককৃত ব্যক্তিদেরকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।