ঠাকুরগাঁও শহরসহ জেলার সকল কাপড়, তৈরি পোশাক, কসমেটিক্স ও জুতাসহ সব ধরনের মার্কেট সোমবার থেকে আবার বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৬টা থেকে পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত উল্লিখিত দোকানসমূহ বন্ধ রাকার নিদের্শ দেয়া হলো।
বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, রমজান ও ঈদকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে ও কিছু শর্ত সাপেক্ষে এক সপ্তাহ আগে দোকানপার্ট খোলা রাখার অনুমতি দেয়া হয়েছিলো। কিন্তু সরেজমিনে দেখা গেছে ক্রেতা ও বিক্রেতারা শর্ত উপেক্ষা করেছেন। কেউ স্বাস্থ্যবিধি মানেনি ও নির্দেশাবলী পালনের ব্যাপারে উদাসীন থেকেছেন। তাই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।
এর আগে, রবিবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায় মার্কেটগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।