ঠাকুরগাঁও জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
রবিবার একদিনেই তিন জনের মৃত্যু হয়েছে। এদিন নতুন করে ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: করোনায় খুমেকে ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, রবিবার সন্ধ্যায় প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী এম আব্দুর রহিম মেডিকেল কলেজ (পিসিআর টেস্ট) দিনাজপুর, সিডিসি (জিন এক্সপার্ট টেস্ট), ঠাকুরগাঁও সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতালসমূহ (এন্টিজেন টেস্ট) থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় রবিবার নতুন ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছেন। মোট ১৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুনদের মধ্যে সদর উপজেলার ৪৮ জন, রানীশংকৈল ও বালিয়াডাঙ্গী ১১ জন করে, পীরগঞ্জে ছয় এবং হরিপুরে একজন রয়েছেন। শনাক্তের হার ৪৫ দশমিক ৫৬ শতাংশ।
আরও পড়ুন: দেশে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
এছাড়া করোনায় তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার ৭৯ এবং ৫০ বছর বয়সী দুজন পুরুষ ও বালিয়াডাঙ্গীর একজন ৫২ বছর বয়সী পুরুষ চিকিৎসাধীন অবস্থায় করোনা ডেডিকেটেড হাসাপাতাল, রংপুর ও আধুনিক সদর হাসপাতাল, ঠাকুরগাঁওয়ে মারা গেছেন।
আগের দিন শনিবার তিন জন করোনা রোগী মারা যান। এদিন নতুন শনাক্ত হয় ৫৬ জন।
আরও পড়ুন: মাগুরায় করোনা নিয়ন্ত্রণে লকডাউন শুরু
সিভিল সার্জন জানান, এ পর্যন্ত ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ২,৪১০ জন। এর মধ্যে ১,৬৫০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মারা গেছেন ৫৭ জন।