ঠাকুরগাঁও শহরের সামাজিক অবক্ষয়, অনিয়ম ও ফেসবুকসহ স্যোশাল মিডিয়ায় বিভিন্ন জনের মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা রোধকল্পে এক সুধীজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভিআইপি হলরুমে আয়োজিত এই সুধিজন সমাবেশে আওয়ামীলীগ, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা, সুধীজন ও সাংবাদিো উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিএনপির দুই কেন্দ্রীয় নেতার পদত্যাগ 4 Shares
সভাটি পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু।
সভায় শুক্রবার থেকে ফেসবুকসহ স্যোশাল মিডিয়ায় কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য বন্ধে সকল রাজনৈতিক দল একসাথে কাজ করবে বলে সিদ্ধান্ত হয়। তাছাড়া শিগগিরই সব নেতারা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
এছাড়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইনে তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি প্রেরণ এবং সাংবাদিকদের বিরোধ মিটিয়ে অন্যান্য মামলা প্রত্যাহারে সাংবাদিকদের অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
আরও পড়ুন: আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, বিএনপির জেলা সেক্রেটারি মির্জা ফয়সল আমিন, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, কোষাধ্যক্ষ শরীফুল ইসলাম শরীফ, সাবেক সিভিল সার্জন আবু মো. খয়রুল কবীর, জেলা জাসদের (ইনু) সভাপতি অধ্যক্ষ রাজিউর রহমান, সাংবাদিক মো. আব্দুল লতিফ প্রমুখ।