ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় এই বছরের মধ্যে সবচেয়ে বেশি ১০৯ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে।
ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ (পিসিআর টেস্ট) দিনাজপুর; সিডিসি (জিন এক্সপার্ট টেস্ট); ঠাকুরগাঁও সদর হাসপাতাল ও উপজেলা হাসপাতালসমূহ (এন্টিজেন টেস্ট) থেকে ১৭ জুন রাতে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় বৃহস্পতিবার নতুন ৬৪ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলার ৩২ জন, বালিয়াডাঙ্গীর ১৬, রানীশংকৈলের সাত, হরিপুরের তিন ও পীরগঞ্জের ছয়।
আরও পড়ুন: রামেক হাসপাতালে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু!
এছাড়াও ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার ঢাকা হতে প্রাপ্ত বিগত কয়েক দিনের পুঞ্জীভূত ১৮৪টি নমুনা টেস্টে ৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে একদিনে ৩৩৪ নমুনা পরীক্ষা করে ১০৯ জনের করোনা সংক্রমিত রোগী শনাক্ত হলো। সংক্রমণের হার ৩২ দশমিক ৬৩ শতাংশ।
তিনি জানান, পূর্বের প্রতিবেদনসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ২২৬৬ জন, এর মধ্যে ১৬৩২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মারা গেছেন ৫১ জন।
আরও পড়ুন: নাটোরের করোনা ঝুঁকিপূর্ণ এলাকাতে তৎপর পুলিশ
জেলা প্রশাসন বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের জন্য জেলার সকল পশুরহাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তাছাড়া দোকানপাট বিকাল ৫টায় বন্ধ করাসহ আরও কয়েকটি সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে জেলা ও উপজেলা প্রশাসন।
আরও পড়ুন: রামেক হাসপাতালে করোনায় ৯ জনের মৃত্যু