সিলেটে এক মুক্তিযোদ্ধাকে কম দামে ডলার কিনে দেয়ার আশ্বাস দিয়ে চার লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় যুবককে গণপিটুনি দিয়েছে জনতা।
রবিবার নগরীর জিন্দাবাজারে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ওই যুবকের কাছ থেকে টাকা উদ্ধার করা যায়নি।
পরে ওই যুবককে পুলিশে সোপর্দ করলে আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: ফতুল্লায় গণধোলাইয়ে ‘ছিনতাইকারী’ নিহত
প্রতারণার শিকার মুক্তিযোদ্ধার নাম গৌরাঙ্গ দেব গোপাল। তিনি সিলেট নগরীর শিববাড়ি এলাকার বাসিন্দা। তার মূল বাড়ি মৌলভীবাজারের কুলাউরা উপজেলার পৃথ্বিমপাশা এলাকায়।
আটক যুবকের নাম আসাদ মিয়া মল্লিক। সে গোপালগঞ্জের মুকসুদপুরের আবদিয়া গ্রামের আসমত মল্লিকের ছেলে।
মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ জানিয়েছেন, স্ত্রীকে নিয়ে তার ভারতে তীর্থে যাওয়ার কথা ছিল। বৃহস্পতিবার ডলার কেনার জন্য তিনি নগরীর আম্বরখানাস্থ সোনালী ব্যাংকের নিচে মানি এক্সচেঞ্জগুলোতে যান। কিন্তু ডলারের দাম বেশি দেখে তিনি ডলার কেনেননি। ওই সময় আসাদ মিয়া নামে এক যুবক তাকে অপেক্ষাকৃত কম দামে ডলার দেয়ার আশ্বাস দেয়। কথা আনুযায়ী রবিবার সকালে তিনি চার লাখ টাকা নিয়ে সিলেট নগরীর লালবাজার এলাকায় আসেন।
তিনি আরও জানান, একপর্যায়ে অপর এক যুবককে সঙ্গে নিয়ে আসাদ গৌরাঙ্গের কাছে আসে। ডলার নেয়ার জন্য গৌরাঙ্গ টাকা বের করলে আসাদ ও তার সঙ্গে থাকা অপর যুবক টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।
গৌরাঙ্গ প্রায় আধা কিলোমিটার দূরে জিন্দাবাজার এলাকায় ধাওয়া করা আসাদকে আটক করলে জনতা গণধোলাই দেয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, আসাদ প্রতারণা করে মুক্তিযোদ্ধার টাকা হাতিয়ে নিয়েছেন। তার কাছ থেকে জাল ডলার উদ্ধার করা হয়েছে।
এছাড়া তার সঙ্গে থাকা ব্যক্তিকে আটক করলে টাকা উদ্ধার করা যাবে। তাকে আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন: চৌদ্দগ্রামে ডাকাত সন্দেহে তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ