কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- অনিক (১৮) ও শাওন (১৯)। তারা রাজধানীর মুগদা মুসলিমবাগ এলাকার বাসিন্দা ছিলো।
জানা যায়, তিন মোটরসাইকেলে করে ছয় বন্ধু মাওয়া ঘাটে ইলিশ মাছ খেতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছলে, একটি মালবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে তাদের একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেলিংয়ে ধাক্কা লাগে। এসময় ওই মোটরসাইকেলের আরোহী অনিক ও শাওন গুরুতর আহত হন।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
হাসাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক শামীম আল মামুন জানান,রাত প্রায় ১২ টায় এ দুর্ঘটনা ঘটে। রাতে খবর পেয়ে আহত দুই বন্ধু কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে ভর্তি করানো হয়।পরে সেখানেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, এব্যাপার শুক্রবার বিকালে হাসাড়া হাইওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ জব্দ করে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানান,হাসপাতালে আনার পর আহত অনিককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর আহত শাওন চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার রাত তিনটায় মারা যান।
তিনি আরও বলেন, শুক্রবার দুপুরে ঢামেকের মর্গ থেকে ময়নাতদান্ত রিপোর্ট শেষে দুই বন্ধুর লাশ স্বজনদের কাছে হস্তন্তর করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত