ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরিকে গ্রেপ্তার করতে গিয়ে তার অনুসারীদের হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন। এছাড়া পুলিশের ব্যবহৃত তিনটি গাড়ি ভাঙচুর করা হয়।
শনিবার (১৫ ডিসেম্বর) রাতে চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়িতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার এড়াতে তাহেরি একটি বাড়ির পেছনে থাকা বিলের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় ছয়জনকে আটক করে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক ফারুক, সহকারী উপ-পরিদর্শক প্রদীপ দাস, কনস্টেবল ইউনুস মিয়া, নিজাম উদ্দিন, মহসিন কবীর ও মো. শওকত। তাদের বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
অন্যদিকে, আটকরা হলেন- ওমর আলী, শাহানুর, মোশারফ মিয়া, হাকিম মিয়া, সেলিম ও মিজান মিয়া। তাদের সবার বাড়ি উপজেলার নাজিরাবাড়ি এলাকায়।
আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নিহত
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, বিনা অনুমতিতে তাহেরি একটি মাহফিলের আয়োজন করলে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে পুলিশকে বাধা দেয় তার অনুসারীরা। এরইমধ্যে গ্রেপ্তার এড়াতে একটি বাড়িতে ঢুকে ফটক বন্ধ করে দিয়ে বাড়িটির পেছনে অবস্থিত বিলের পানি সাঁতরে তিনি পালিয়ে যান।