তুহিন খুনের পর তিনি বাবার বাড়ি জকিনগরে চলে যান। কিন্তু ছেলে তুহিনের জন্য তার আহাজারী থামছেই না। ছোট্ট দেহে ছুরির আঘাতে নিহত তুহিনের খুনি তার বাবা আব্দুল বাছিরের নাম উঠে আসলেও কোনোভাবেই মনিরা বেগম বিশ্বাস করতে পারছেন না। তবে তিনি প্রকৃত খুনিদের ফাঁসির দাবি জানিয়েছেন।
এই প্রতিবেদকের সাথে আলাপকালে মনিরা বেগম বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না আমার স্বামী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তুহিন সব সময় তার বাবার পাশেই ঘুমাত। তাকে কোনোদিন ছেলেকে আঘাত করতে দেখিনি।’
তিনি বলেন, ‘গত রবিবার রাতে খাওয়া শেষে বাবার পাশেই ঘুমায় আমার নিষ্পাপ তুহিন। শেষ রাতে তুহিনের চাচাতো বোন তানিয়া ঘরের দরজা খোলা দেখতে পায়। এর মধ্যে তুহিনও ঘরে নেই। খোঁজাখুঁজি করে তুহিনকে বাড়ির পাশের রাস্তায় গাছের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আমি চাই তুহিন হত্যার সাথে জড়িত প্রকৃত খুনিদের খুঁজে বের করে ফাঁসি কার্যকর করা হোক।’
উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাতে উপজেলার রাজানগর ইউনিয়নের কাজাউড়া গ্রামে রাতের আঁধারে ঘর থেকে তুলে নিয়ে শিশু তুহিনকে (৫) নির্মমভাবে হত্যা করা হয়। ঘাতকরা তার লাশটি রাস্তার পাশের একটি গাছের সাথে ঝুলিয়ে রেখে লিঙ্গ কেটে নিয়ে যায়, দুটি কান কেটে একটি রাস্তায় ফেলে রাখে।
পরে তুহিনের মা মনিরা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তুহিনের বাবা আব্দুল বাছির, চাচা আব্দুল মোছাব্বির, নাসির উদ্দিন, জমসেদ আলী ও চাচাতো ভাই শাহারিয়ারকে গ্রেপ্তর দেখানো হয়েছে।