দ্বিতীয় দফার বন্যার ক্ষত না শুকাতেই তৃতীয় দফা বন্যার কবলে পড়েছে হাওর জনপদ সুনামগঞ্জ। ইতোমধ্যে আবারও প্লাবিত হচ্ছে সুনামগঞ্জের নিম্নাঞ্চল। ফলে যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে বেশ কয়েকটি উপজেলার সাথে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, মঙ্গলবার সকাল ৬টা থেকে সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবারও পানি বাড়ায় ভোগান্তিতে পড়েছেন পানিবন্দী মানুষ। বন্যার পানিতে সকল নলকূপ ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে এসব এলাকায়।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, ‘বন্যা সতর্কীকরণ কেন্দ্র পূর্বাভাস দিয়েছিল ২০ জুলাইয়ের পর তিন-চারদিন উত্তর-পূর্বাঞ্চলে আবারও বন্যা হতে পারে। ভারতের চেরাপুঞ্জিতে ভারি বর্ষণ ও সুনামগঞ্জের বর্ষণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। কারণ সুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে।’