রাজশাহীতে দলীয় সভা শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় শাহজাহান আলী নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। এ সময় শফিকুল নামে আরেক যুবদলকর্মী আহত হয়েছেন।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জেলার পবা উপজেলার রামচন্দ্রপুর বাজারের সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবদলকর্মী শাহজাহান আলী জেলার দুর্গাপুর উপজেলার হাড়িয়াপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল করে যুবদলের এক সভায় যোগ দিতে আসেন শাহজাহান ও শফিকুল। সভা শেষে বাড়ি ফেরার পথে জেলার পবা উপজেলার রামচন্দ্রপুর বাজারে পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
এতে শাহজাহান ও শফিকুল গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে শাহজাহান আলী মারা যান। আহত শফিকুল ইসলামকে রামেক হাসপাতালের অর্থপেডিক ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্গাপুরের ঝালুকা ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘আমরা বেশকিছু নেতাকর্মী জেলা যুবদলের মতবিনিময় সভায় যোগ দিতে রাজশাহীতে এসেছিলাম। সভা শেষে বাড়ি ফেরার পথে শাহজাহান ও শফিকুল সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে শাহজাহান আলী মারা যান।’