দিনাজপুরের কাহারোলে নামাজরত অবস্থায় বখাটের ছুরিকাঘাতে আহত কিশোরী মাহি আক্তারের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় হামলাকারী আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সে কাহারোলের ভাঁতগা গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মাহি আক্তার (১৫) কাহারোল উপজেলার দ্বীপনগর বগুড়াপাড়ার বাসিন্দা।
আরও পড়ুন: ময়মনসিংহে অটোরিকশা-মাহিন্দ্রের সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত