দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচ বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
শনিবার (১৪ জুন) ভোর পৌনে ৪টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নূরজাহানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাবিল পরিবহন বাসের সুপার ভাইজার নওগাঁ সদর উপজেলার পারশিকারপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা সদর কে-কে বাড়ি এলাকার হাসেম আলীর মেয়ে তামান্না আক্তার, পঞ্চগড় জেলা সদরের আব্দুল খালেকের ছেলে সেনাবাহিনী সদস্য এরশাদ আলী, ঠাকুরগাঁওয়ের ভূল্লি উপজেলার বড়বালিয়া গ্রামের তারিকুল ইসলামের ছেলে আরিফ ইসলাম এবং ঢাকার সাভার উপজেলার রাশেদ ভুইয়ার ছেলে কিবরিয়া ভুইয়া।
ঘোড়াঘাটের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নূরজাহানপুর এলাকায় টায়ার পাংচার হওয়ায় বালুবাহী একটি ট্রাক রাস্তার ওপর দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি কোচ ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আটজনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: পদ্মা সেতুতে দুর্ঘটনায় নিহত ২, পৌনে ২ ঘণ্টা পর যান চলাচল শুরু
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। এরপর আহত অন্তত ১৫ জনকে চিকিৎসার জন্য পাঠানো হয়।
এ ব্যাপারে থানায় মামলা করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।