দিনাজপুর শহরের হাউজিং মোড় এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানতে পারেনি পুলিশ।
নিহত আরিফা (২৫) গাইবান্ধা জেলা সদরের কামারপাড়া গ্রামের মোহাম্মদ ওদুদের মেয়ে এবং অভিযুক্ত স্বামীর নাম বেলাল হোসেন।
স্বজনেরা জানান, প্রায় বছর ১৫ আগে বেলাল হোসেনের সঙ্গে আরিফার বিয়ে হয়েছিল। তারা দিনাজপুরের পৌর শহরের উপশহরের হাউজিং মোড় এলাকায় ভাড়াটে বাড়িতে বসবাস করতো। পেশায় হোটেল শ্রমিক বেলাল হোসেন বিভিন্ন ধরনের মাদকে আসক্ত। তাদের সংসারে প্রায় ১০ বছর বয়সী একমাত্র ছেলে আরিফ মাদরাসার ছাত্রী। বৃহস্পতিবার ভোরে সেহেরি খেয়ে সকাল ৬ টার দিকে পাশের বোনের সঙ্গে সাক্ষাৎ করে বাড়িতে ফিরে আসার পর হত্যাকাণ্ডের শিকার হয়েছে আরিফা। শিশু আরিফ আরবি পড়তে যাবার আগে সকাল ৬ টার দিকে তার বাবাকে ঘর থেকে বাইরে বেরিয়ে যেতে দেখেন। ঘরে ঢুকে বিছানায় তাকে নিথর পরে থাকতে দেখে প্রতিবেশি ও স্বজনদের খবর দিয়ে ডেকে এনে দেখায়। তবে কেউ হত্যার কারণ জানাতে পারেনি।
এদিকে স্ত্রীর লাশ ঘরে রেখে ছেলে সন্তানকে ফেলে পালিয়ে যান আরিফার স্বামী বেলাল হোসেন।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাত আল মামুন জানান, বিষ প্রয়োগ ও শ্বাসরুদ্ধ করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর সঠিক কারণ জানতে পারবেন তারা।
তিনি আরও জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তে লাশ এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠান।