মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে দেশ দূরে সরে গেছে বলে আক্ষেপ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেছেন, ‘দেশে গণতন্ত্র, সুশাসন ও জীবনের নিরাপত্তা নেই। সুতরাং, সাধারণ মানুষ দেশের মালিকানা হারিয়েছে।’
সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রের সব ক্ষমতা এখন একজনের হাতে চলে গেছে উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, কিছু লোক রাজনীতি করে আইনের ঊর্ধ্বে গিয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে।
তিনি বলেন, এমন পরিস্থিতিতে বিরোধী দলগুলো রাজনীতি করার বা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের কোনো সুযোগ পাবে না।
জিএম কাদের বলেন, ‘এমন দেশের জন্য মহান মুক্তিযুদ্ধ হয়নি। আসলে দেশ মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে দূরে সরে গেছে।’
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন ভরসার ছেলে মো. শরিফুল ইসলাম ভরসা জাতীয় পার্টির চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন।
জাপা নেতা শরিফুল ইসলাম ভরসাকে স্বাগত জানিয়ে দলের সাংগঠনিক সক্ষমতা জোরদারে কাজ করার আহ্বান জানান।
সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এ সময় আরও বলেন, জাতীয় পার্টি দেশের মানুষের সব অধিকার রক্ষার দায়িত্ব নিতে রাজনীতি করছে।
তিনি বলেন, এ কারণে প্রতিদিনই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির পতাকাতলে বিভিন্ন পেশার মানুষ আসছেন।
আরও পড়ুন: জাতীয় পার্টি কারো দাসত্ব করবে না: জিএম কাদের
অনিয়ন্ত্রিত সহিংসতার মধ্যে নির্বাচন সুষ্ঠু হতে পারে না: জিএম কাদের