স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যবসায় প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে লকডাউনের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্বারকলিপি দিয়েছেন বগুড়ার ব্যবসায়ীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাতমাথা এলাকায় মিছিল করেন শহরের খান মার্কেট, নদীবাংলা মার্কেট, মেরিনা মার্কেট, গওহর প্লাজা, ইউনুস প্লাজা, আলিম ম্যানসন , ইসলাম মার্কেট সহ ইলেকট্রিক ও ইলেক্ট্রনিকস ব্যবসায়ীরা।
আরও পড়ুন: মার্কেট খোলা রাখার দাবিতে সিলেটে ব্যবসায়ীদের বিক্ষোভ
এ সময় পুলিশ তাদের বাধা দেয়। তখন তারা মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যান।
সেখানে সমাবেশে তারা বলেন, আমরা গত বছরের লকডাউন মানার কারণে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। এবারও লকডাউন মানি এবং মানব। তাই আমরা সমিতির সিদ্ধান্ত অনুযায়ী করোনাকালে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যবসায় প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানাই। এরপর জেলা প্রশাসকের গোপনীয় সহকারীর নিকট ব্যবসায়ীদের স্বাক্ষরিত দাবি সম্বলিত স্বারকলিপি পেশ করেন সমিতির নেতারা।
এ সময় সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়ন্ত চক্রবর্তী, ব্যবসায়ী জহুরুল ইসলাম, হারুন অর রশিদ, আমিনুল ইসলাম সুমন, ফঅরহান তোহা, মতিউর রহমান, মো. সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দোকান খোলা রাখার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ
এদিকে লকডাউনের দ্বিতীয় দিনে শহরে জনসমাগম আরও বেড়েছে। অনেক বিপণী বিতান খুলেছে। তবে গণপরিবহন না চললেও সিএনজি চালিত অটোরিকশা চলাচল করছে। তবে লকডাউন সফল করতে প্রশাসন তৎপর রয়েছে।