ঢাকার দোহারে ফারুক আহমেদ নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার (৫ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে জয়পাড়ায় উপজেলা প্রেসক্লাবের সামনে এই হামালার ঘটনা ঘটে।
পুলিশ জানান, শনিবার আনুমানিক সোয়া ১০টার দিকে ফারুক আহমেদ উপজেলা পরিষদ মার্কেটের সামনে থেকে রিকশায় করে দক্ষিণ জয়পাড়া পশু হাসপাতালের সামনে যাওয়ার পথে হামলার শিকার হন।
আহতের স্বজনরা জানান, অতর্কিতভাবে তিনজন যুবক ধাড়ালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুড়িকাঘাত করে সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. শিউলি আক্তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আহত ফারুক আহমেদ দোহার পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের আলী হোসেনের ছেলে ও দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছেরের ভাতিজি জামাই।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মো. নূর নবী বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে একটি ছুড়ি উদ্ধার করেছি এবং এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।