বিজ্ঞ জেলা ও দায়রা জজ আবু আহসান হাবিবের নির্দেশে ও বিয়ের শর্তে জামিন লাভ করেন নাজমুল হোসেন নামে এক ধর্ষণ মামলার আসামি।
আরও পড়ুন: চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টা: সুনামগঞ্জে গ্রেপ্তার ১
ছেলে ও মেয়ের আত্মীয় স্বজন ও উভয়পক্ষের আইনজীবীর উপস্থিতিতে এই বিয়ে সম্পন্ন হয়।
আসামিপক্ষের আইনজীবী আমিনুর ইসলাম নুরুল জানান, গত বছর জানুয়ারি মাসে ঝিনাইদহ শহরের কাঞ্চননগর পাড়ার জাহিদ বিশ্বাসের ছেলে নাজমুল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়। মামলায় বলা হয় পবহাটী গ্রামের আজিজুল ইসলামের মেয়ে সুমাইয়া খাতুনকে প্রেমের সম্পর্কের সুবাদে পাশবিক নির্যাতন করে নাজমুল। এই মামলা আসামি কারাগারে ছিলেন।
আরও পড়ুন:প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লালমনিরহাটে বৃদ্ধ গ্রেপ্তার
তিনি জানান, এক বছর এক মাস পর ভিকটিমের সাথে ধর্ষকের বিয়ের শর্তে বৃহস্পতিবার জামিন লাভ করেন নাজমুল। জামিনের পরে আদালতেই কাজী মুফতি আরিফ বিল্লাহর উপস্থিতিতে তিন লাখ টাকার দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়।
আরও পড়ুন: কুমিল্লায় সংঘবদ্ধ ধর্ষণ চেষ্টায় অন্তঃসত্ত্বা নার্স আহত
বিষয়টি নিয়ে সরকার পক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ইসমাইল হোসেন জানান, বিয়ের পর খাওয়া-দাওয়া শেষে কনে-জামাইকে শ্বশুর বাড়িতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: টাকার লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা
এ ধরনের বিয়ে ঝিনাইদহের আদালতে এই প্রথম বলে আইনজীবীরা জানান।