নওগাঁর মান্দায় রাস্তা পারাপারের সময় সাব্বির হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহা সড়কের চুনআতা পাড়া মোড়ে রাস্তা পার হওয়র সময় অজ্ঞাত মাইক্রো বাসের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।
নিহত সাব্বির হোসেন মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ গ্রামের আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে সাব্বির হোসেন বোনের বাড়ি বেড়াতে আসে। তার বোন মোহনা বেগম মান্দা উপজেলার বদ্দপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মামুন হোসেনের স্ত্রী। ঈদের পরে বোনকে নিতে মান্দায় আসে সাব্বির। বিকেলে ৫টার দিকে স্থানীয় চুন আতা পাড়া মোড়ে বেড়াতে যায় সাব্বির। এসময় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রো বাস ধাক্কা দিয়ে চলে যায়। এরপর রাস্তার ওপর ছিটকে পড়ে যায় সাব্বির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সাব্বিরের বোন মোহনা বেগম বলেন, আমার ভাই আমাকে নিতে এসেছিল। আগামীকাল (শুক্রবার) বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল। বিকেলে আমার ভাই চুন আতা পাড়া মোড়ে ঘুরতে গিয়েছিল। সেসময় রাস্তা পার হতেই আমার ভাইটার প্রাণ গেল মাইক্রোবাসের ধাক্কায়।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ধাক্কা দিয়েই মাইক্রো বাসটি দ্রুত চলে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।