নওগাঁ, ১১ অক্টোবর (ইউএনবি)- মহাদেবপুর উপজেলার রামচরনপুর গ্রামে সাপের ছোবলে শুক্রবার ভোরে বেলাল হোসেন (২৬) ও মৌসুমী আক্তার (২১) দম্পতির মৃত্যু হয়েছে।
নওগাঁর মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে তারা রাতের খাবার ও কাজ শেষে ঘুমাতে যান। রাতে ঘুমের মধ্যে বেলাল ও মৌসুমীকে সাপ কামড় দেয়। বিষয়টি তারা বুঝতে পেরে চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হল শুক্রবার ভোরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় এলাকাবাসীরা জানান, প্রায় এক মাস আগে একইভাবে ঘুমের মধ্যে বেলাল হোসেনের বাবা সিরাজ উদ্দিন সাপের ছোবলে মারা যান।