এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালে স্মার্টফোনের মাধ্যমে নকল সরবরাহ করার দায়ে মাদরাসার অধ্যক্ষকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (৩ মার্চ) চাঁদপুরের শাহরাস্তি পৌর এলাকার চিশতিয়া ইসলামিয়া আলিম মাদরাসা কেন্দ্রে ঘটনাটি ঘটে। একইসঙ্গে তাকে এক হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আরও পড়ুন: বাবাকে মারধর করায় ছেলের ২০ দিনের কারাদণ্ড
ছায়েদুল উপজেলার রাজাপুরা আল আমিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভদ্রগাছা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত ইউএনবিকে জানান, শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদরাসা কেন্দ্রে দাখিল ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে মবোইলের ফোনের মাধ্যমে নকল সরবরাহ করেন অধ্যক্ষ ছায়েদুল ইসলাম। পরীক্ষা কেন্দ্রের প্রিন্টারে ২৫ থেকে ৩০ কপি নকলের প্রিন্ট বের করেছেন তিনি। ওই শিক্ষককে পরে জিজ্ঞাসাবাদ করা হয়।
তিনি আরও জানান, তার মোবাইল ফোন তল্লাশি করে হোয়াটসঅ্যাপের নকলের হুছবি পাওয়া যায়। ওই অধ্যক্ষ জানান, তার এক ছাত্র এগুলো সমাধান করে তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। পরে তিনি কেন্দ্রের প্রিন্টারে প্রিন্ট করে রুমে রুমে নকল সরবরাহ করেছেন।
আরও পড়ুন: ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় ১৫ জেলের কারাদণ্ড