নড়াইলের সদরে চাঁদাবাজির অভিযোগে নিজেদের সাংবাদিক বলে দাবি করা তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার বিকালে তাদের গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার ওমর আলীর ছেলে রফিকুল ইসলাম, লোহাগড়া উপজেলার টিপু সরদার ও মনির খাঁন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, আজ (শুক্রবার) বিকালে মামলার বাদী রউফ শিকদার ওরফে খোকন হুজুরের বাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে সদর থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: সিলেটে চাঁদাবাজির অভিযোগে ২ পুলিশ সদস্য ‘ক্লোজড’
রউফ শিকদার জানান, এর আগে কয়েকবার রফিকুল টাকা দাবি করে। আজ সকালে রফিকুলসহ আরও দু’জন এক লাখ টাকা দাবি করে আবারও আমার বাড়িতে আসে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার ওপর ছুরি দিয়ে হামলা চালায়। একপর্যায়ে প্রতিবেশীরা এসে তাদের ধরে ফেলে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
এ প্রসঙ্গে অভিযুক্ত বলেন, ‘খবরের জন্য তারা সেখানে গেলেও স্থানীয়রা তাদের মারধর করে। আমরা আইনি ব্যবস্থা নেব।’
গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে।