তিনি বলেন, ‘নাগরিকরা যাকেই নতুন মেয়র হিসেবে নির্বাচিত করবেন আমি তাকে সহযোগিতা করতে চাই।’
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের একদিন পর নগর ভবনে সোমবার সাঈদ খোকন একথা বলেন।
নিজেকে সফল মেয়র দাবি করে খোকন বলেন, একজন মানুষ ১০ বছর কাজ করলে কিছু ভুল থাকতেই পারে। ‘আমি কিছু ভুল করলেও সাফল্য কম নয়।’
তিনি বলেন, ‘আমি আশা করি যে কাজগুলো আমি শেষ করতে পারিনি নতুন মেয়র এসে সেগুলো বাস্তবায়ন করবেন।’ সব কাজ সবাই করতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।
দলীয় সিদ্ধান্তের সম্মতি বিষয়ে খোকন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি, কারণ আমার পিতার পরে তিনিই আমার অভিভাবক।’
রবিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য যথাক্রমে মো. আতিকুল ইসলাম এবং শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করেন।
এসময় তিনি দুই সিটিতে দলীয় কাউন্সিলর প্রার্থীদের নামও ঘোষণা করেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।