চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের তিন দিনের মাথায় সাঙ্গু নদীর পাড় থেকে হরিপদ দাশ ঘোষ (৬০) নামে যাত্রা মঞ্চের নাট্য ব্যক্তিত্বের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি আনোয়ারা উপজেলার ৯ নং পরৈকোড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পরৈকোড়া গ্রামের কড়াই পাড়া এলাকার সারদা চরণ ঘোষের ছেলে।
আরও পড়ুন: বন্ধ ঘরে মা-ছেলের নিথর দেহ
রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বাঁশখালীর উত্তর পুকুরিয়া এলাকায় সাঙ্গু নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের বরাতে পুলিশ জানায়, ৯ ফেব্রুয়ারি নদীতে হাত-পা ধুতে গিয়ে নিখোঁজ হন হরিপদ ঘোষ। পরে ১০ ফেব্রুয়ারি আনোয়ারা থানায় নিখোঁজের জিডি করে পরিবার।
তার দুই দিন পর সাঙ্গু নদীর পাড় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বছর দু-এক আগে তার স্ত্রীর মৃত্যুর পর উনি মানসিকভাবে দুর্বল হয়ে যান, তারপর থেকে অস্বাভাবিক কথাবার্তা বলতেন।
কিছুদিন মেয়ের বাড়িতে, কিছুদিন নিজের বাড়িতে থাকতেন। তিনদিন আগে তালসরা বৌদ্ধ মন্দিরে অনুষ্ঠান চলাকালীন সময়ে তিনি মুরালী খালে নেমে হাত পা ধুতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন।
তিনি ছিলেন যাত্রা মঞ্চের নাট্য ব্যক্তিত্ব ও সুপরিচিত কৌতুক অভিনেতা।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সুমন বণিক বলেন, নদীর পাড় থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেছেন। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দিলে আমরা গিয়ে উদ্ধার করি।