নরসিংদীর রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ প্রার্থীর লোকদের বিরুদ্ধে।
বুধবার (২২ মে) দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মিরেরকান্দি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
সুমন মিয়া চরসুবুদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: এমপি আনোয়ারুল হত্যাকাণ্ডের মূল হোতা গ্রেপ্তার, তদন্ত চলছে: পররাষ্ট্রমন্ত্রী
স্থানীয়রা জানায়, তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া তার কর্মী সমর্থকদের নিয়ে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দি এলাকায় নির্বাচনি প্রচার চালানোর সময় প্রতিপক্ষ চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. রুবেল মিয়া ও তার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া গুরুতর আহত হন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
রায়পুরা ও শিবপুর উপজেলার তৃতীয় ধাপের নির্বাচনের ভোট গ্রহণের জন্য আগামী ২৯ মে দিন নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: এমপি আনোয়ারুলের হত্যাকারীরা বাংলাদেশি: ডিবি প্রধান