নাটোরে যাত্রী নিয়ে চলনবিলে নৌ বিহারে গিয়ে নিখোঁজ হওয়ার দু'দিন পর নৌকার মাঝি আরজুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে সিংড়া উপজেলার বিলদহর এলাকা থেকে নৌ বিহারে গিয়ে নিখোঁজ হয়েছিল আরজু।
শনিবার দুপুরে চলনবিলের গুরুদাসপুর উপজেলার বিলসা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী ট্রলারডুবি, ২০ লাশ উদ্ধার
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার বিকালে মাঝি আরজু মিয়া সিংড়া উপজেলার বিলদহর এলাকা থেকে তার নৌকায় যাত্রী নিয়ে চলনবিলে নৌ বিহারে গিয়ে নিখোঁজ হন। শুক্রবার তার রক্তমাখা নৌকা পুলিশ উদ্ধার করলেও নিখোঁজ ছিল মাঝি আরজু। আজ দুপুরে আরজুর লাশ চলনবিলের গুরুদাসপুর উপজেলার বিলসা এলাকায় কচুরিপানার সাথে ভাসতে দেখে স্থানীয় জেলেরা পুলিশের খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
নিহত আরজুর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: জয়পুরহাটে ধান খেত থেকে ২ যুবকের লাশ উদ্ধার
এদিকে দুপুরে সদর উপজেলার কাদিম সাতুরিয়া এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।