নাটোরে আবারও করোনা সংক্রমণের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় আক্রান্তের গড় হার ৪৩ শতাংশ।
সংশ্লিষ্টরা জানান, শনিবার ২৯৮ জনের নমুনা পরীক্ষা করে ১৩১ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে দুই জনের।
আরও পড়ুন: নাটোরে করোনা ভ্যাকসিন প্রদান শুরু
এদিকে, সংক্রমণের হার কমানো জন্য জেলায় সাত দিনের লকডাইন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
আরও পড়ুন: নাটোরের ৮ পৌরসভায় ২৯ জুন পর্যন্ত সর্বাত্মক লকডাউন
প্রশাসন জানায়, করোনা নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ঘোষিত তৃতীয় দফা বিশেষ লকডাউনের পঞ্চম দিনে নাটোরের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও রাস্তায় মানুষের উপস্থিতি দেখা গেছে।