নাটোরের সিংড়া ও নলডাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
সোমবার (৯ জুন) রাত পৌনে ১১টার সময় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকা দুর্ঘটনায় নিহত হন রিকশাচালক রমজান আলী মোল্লা (৬০)। অন্যদিকে, সাড়ে ১০টার দিকে নলডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন তানভির রহমান (১৭)।
নিহত রমজান আলী মোল্লা সিংড়া পৌরসভার পাটকোল মহল্লার বাসিন্দা ও মৃত খাদেম আলীর ছেলে।
এ দুর্ঘটনার বিষয়ে ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, রাতে সিংড়া বাজার থেকে রিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন রমজান আলী। পথে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বগুড়া থেকে নাটোরগামী ‘জেরিন পরিবহনের’ একটি বাস রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। বাসটি আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় সিংড়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মাহাবুবুর রহমান।
আরও পড়ুন: নরসিংদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত
অন্যদিকে, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে তানভির রহমান নামে এক কিশোর মোটরসাইকেলে করে শাখাড়িপাড়া এলাকা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে হরিদাখলসি এলাকায় পৌঁছালে সড়কের খানাখন্দের কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি।
এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে দিবাগত রাত সোয়া ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে রয়েছে।