নাটোরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার সব নদ-নদীর পানি বেড়েছে।
আত্রাই নদীর পানি সিংড়া পয়েন্টে বিপদ সীমার ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিংড়া ও নলডাঙ্গা এলাকার গ্রামীণ সড়ক, ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে। আশ্রয়ের সন্ধানে দুর্গত মানুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছুটছেন।
নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জানান, আগামী শুক্রবার পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, দুর্গতদের জন্য তিনি রান্না করা খাবার সরবরাহের নির্দেশ দিয়েছেন।