বাড়ির পাশের খালে গোসলে নেমে পানির স্রোতে ভেসে যাচ্ছিল পাঁচ বছরের শিশু ফাতেমা খাতুন। তাকে উদ্ধারে ৯ বছর বয়সী চাচাতো ভাই আবদুস সবুর পানিতে ঝাঁপ দেয়। এরপর দুই শিশুই পানিতে তলিয়ে যায়।
আরও পড়ুন: চট্টগ্রামে বিচারকের ওপর হামলা: নেতার ছেলের কারাদণ্ড
পাঁচ ঘণ্টা পর আবদুস সবুরের লাশ উদ্ধার করা গেলেও ফাতেমা এখনো নিখোঁজ। শুক্রবার ঘটনাটি ঘটে নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের উলুপুর গ্রামে।
নিখোঁজ শিশু ফাতেমা খাতুন একই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ও আবদুস সবুর তার চাচা সাহাদ আলীর ছেলে।
নাটোর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস রাজশাহীর ডুবুরি দলকে সঙ্গে নিয়ে অভিযান শুরু করে। বিকালে ডুবুরি দল আবদুস সবুরের লাশ উদ্ধার করে। এক শিশুর লাশ পাওয়া গেলেও আরেক শিশু এখনো নিখোঁজ রয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে হত্যা মামলায় ২ জনের আমৃত্যু কারাদণ্ড, ৮ জনের যাবজ্জীবন