মৃত আরিফুল (১০) সদর উপজেলার চক তেবাড়িয়া গ্রামের কৃষক খোদাবক্সের ছেলে।
সংশ্লিষ্টরা জানান, সোমবার সকালে শিশু আরিফুল খেলার সময় তার গলায় বাঁশি আটকে যায়। পরিবারের লোকজন প্রথমে তাকে স্থানীয় ক্লিনিকে নেয়। সেখান থেকে তাদের নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. কাজী মোহম্মদ আলী রাসেল জরুরি বিভাগেই শিশুটির গলা কাটলে রক্তক্ষরণ শুরু হয়। অবস্থার অবনতি হলে শিশুটিকে রাজশাহী পাঠানোর প্রস্তুতি নেয়ার সময় তার মৃত্যু হয়। ঘটনার পর উত্তেজনা শুরু হলে ওই চিকিৎসক আত্নগোপন করে।
শিশুটির বাবা খোদাবক্সের অভিযোগ, ভুল চিকিৎসার মাধ্যমে তার একমাত্র ছেলেকে হত্যা করা হয়েছে।
নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মুনজুর রহমান জানান, এ ধরনের ঝুঁকি নেয়া ঠিক হয়নি।
নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. আনছারুর হক জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।